রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে গণধর্ষণ মামলায় দুজন গ্রেপ্তার 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি  

বোয়ালমারীতে গণধর্ষণ মামলায় দুজন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের এক গৃহবধূকে  গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে  গণধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে পরমেশ্বরদী গ্রামের রনি সমাদ্দার, বিজয় দত্তকেসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনকে আসামি করে মামলাটি করেন। মামালা নং ৪। 

ওই গৃহবধূ চিকিৎসাধীন থাকার কারণে মামলাটি করতে দেরি হয়েছে। এদিকে ঘটনার পর পুলিশ আসামিদের গত মঙ্গলবার রাতে পরমেশ্বরদী গ্রাম থেকে আটক করে বুধবার জিডি মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ফরিদপুর আদালতে প্রেরণ করে। 

মামলা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে নিজ বিল্ডিংয়ের নিচে ওই গৃহবধূ ও তার শিশু কন্যা বাথরুম থেকে বের হলে আসামিরা তার মেয়ের মুখ চেপে ধরে বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায়। মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ করে শেষ রাতের দিকে তার বিল্ডিংয়ের রুমের সামনে ফেলে রেখে যায়। 

মামলার তদন্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চালছে।

টিএইচ